ডিমেনশিয়া কী?

আমাদের মস্তিষ্ক আমরা যা চিন্তা, অনুভব, বলি ও করি তার প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করে থাকে। এটি আমাদের স্মৃতিগুলোও সংরক্ষণ করে থাকে।

কিছু কিছু রোগ আছে যা আমাদের মস্তিষ্ককে ঠিকমত কাজ করা থেকে বিরত রাখে। যখন কারো এরকম রোগ হয়ে থাকে, তাদের কোন কিছু মনে রাখা, চিন্তা করা ও সঠিক কথা বলা নিয়ে সমস্যা দেখা দেয়। তারা এমন কিছু বলতে বা করতে পারে যা অন্যদের কাছে অদ্ভূত মনে হতে পারে, এবং তাদের জন্য দৈনন্দিন কাজ করা কষ্টকর হয়ে উঠতে পারে। পূর্বে তারা যেমন ছিল তেমন তারা নাও থাকতে পারে।

এসব বিভিন্ন সমস্যা বর্ণনা করতে চিকিৎসকেরা ডিমেনশিয়া শব্দটি ব্যবহার করে থাকে।

ডিমেনশিয়া আছে এমন অধিকাংশেরই আলঝেইমারস ডিজিজ বা

ভ্যাসকিউলারডিমেনশিয়া থাকে, তবে এর অন্যান্য ধরনও রয়েছে।

এটি কেন হয়ে থাকে?

বয়স বাড়ার সাথে সাথে সবার ডিমেনশিয়া হয়ে থাকে এমনটা কিন্তু নয়। এটি বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে।

এসব রোগ মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশকে প্রভাবিত করে থাকে, তাই এগুলো রোগীদেরকে ভিন্ন ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে।

এখন পর্যন্ত এটা জানা যায়নি যে কেন এসব রোগ একজনের হতে পারে কিন্তু অপরজনের না। চিকিৎসক ও বিজ্ঞানীরা ডিমেনশিয়া সম্পর্কে আরো জানার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কাউকে ডিমেনশিয়া কীভাবে প্রভাবিত করে থাকে?

আমরা সবাই মাঝে মাঝে বিভিন্ন জিনিস ভুলে যাই, যেমন কোথায় আমাদের চাবি রেখে এসেছি। এটার মানে এই নয় যে আমাদের সবার ডিমেনশিয়া আছে। ডিমেনশিয়ার লক্ষণগুলো ধীরে ধীরে খারাপ হতে থাকে যার ফলে দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হয়ে থাকে।

যখন কারো ডিমেনশিয়া শুরু হয়, তখন নিম্নোক্ত জিনিসগুলো প্রকাশ পেতে থাকে:

calendar

সাম্প্রতিক ঘটনা, নাম ও চেহারা ভুলে যাওয়া।

round-arrow

প্রায়শই অল্প সময়ের মধ্যে একই প্রশ্নের পুনরাবৃত্তি করা।

magnificient-galss

জিনিসপত্র ভুল স্থানে রাখা।

puzzle

মনযোগ ধরে রাখা বা সরল সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে উঠা।

clock

দিনের তারিখ বা সময় সম্পর্কে নিশ্চিত না হওয়া।

directions

হারিয়ে যাওয়া, বিশেষ করে নতুন নতুন স্থানে।

speech

সঠিক শব্দ ব্যবহার বা অন্যদের কথা বুঝতে অসুবিধা হওয়া।

hand

অনুভূতিতে পরিবর্তন, যেমন সহজে বিমর্ষ ও মর্মাহত হয়ে পড়া, বা কোন কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা।

ডিমেনশিয়া খারাপের দিকে যেতে থাকলে রোগীর জন্য স্পষ্ট করে কথা বলা ও তার প্রয়োজন বা অনুভূতি সম্পর্কে কাউকে জানানো কষ্টকর হয়ে পড়ে। তাদের জন্য নিজে থেকে খাওয়া ও পান করা, কোন কিছু ধোয়া ও পোশাক পরা এবং অন্যদের সাহায্য ছাড়া শৌচাগারে যাওয়া কঠিন হয়ে উঠতে পারে।

কাদেরকে ডিমেনশিয়া প্রভাবিত করে থাকে?

ডিমেনশিয়া খুবই সাধারণ।

ইউকেতে প্রতিদিন প্রায় ৬০০ জনের ডিমেনশিয়া দেখা দেয়।

ইউকেতে পুরুষদের চেয়ে
নারীদের
মধ্যে ডিমেনশিয়ার হার বেশি।

৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে ডিমেনশিয়ার ঝুঁকি বেশি, তবে এটি তরুণদেরও প্রভাবিত করতে পারে।

অন্যদের তুলনায় কিছু মানুষের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন যাদের স্ট্রোক হয়েছে বা যাদের রয়েছে:

  • ডায়াবেটিস
  • উচ্চ রক্তচাপ
  • উচ্চমাত্রার কোলেস্টেরল
  • বিষণ্নতা

এর কোন নিরাময় আছে কী?

এখন পর্যন্ত ডিমেনশিয়ার কোন নিরাময় পাওয়া যায়নি। যদি কারো ডিমেনশিয়া হয়, তাহলে সেটি তার জীবনের বাকি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে।

অল্প সময়ের জন্য কিছু ওষুধ রোগীর দৈনন্দিন জীবনকে সহজতর করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। কিছু গ্রুপ অ্যাক্টিভিটিও রয়েছে যেগুলোতে রোগীরা অংশ নিতে পারে যা তাদের লক্ষণগুলো নিয়ে তাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারে। এই ব্যাপারে আপনার চিকিৎসক আপনাকে বিস্তারিত জানাতে পারবে।

quick-guide--is-there-a-cure

দুর্ভাগ্য হল যে এসব রোগ ঠেকানোর জন্য কোন ওষুধ নেই আর তাই সময়ের সাথে সাথে রোগীদের অবস্থার অবনতি ঘটতে থাকবে।

আমি কীভাবে আমার ডিমেনশিয়া হওয়া রোধ করতে পারি?

আপনার ডিমেনশিয়া হওয়া রোধ করার কোন নিশ্চিত উপায় নেই, তবে কিছু জিনিস আছে যা করলে আপনার তা হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।

heart

আপনার চিকিৎসকের কাছে গিয়ে আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্য পরীক্ষা করান, সেই সাথে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রাও নির্ণয় করে নিন এবং তা উচ্চমাত্রার হলে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

drop

যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

smoke

ধূমপান পরিহার করুন।

apple

সুষম খাদ্যাভাস গড়ে তুলুন যাতে থাকবে প্রচুর ফলমূল ও শাক-সবজি।

walk

আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন।

scale

কাজে সক্রিয় থাকুন এবং লম্বা সময় ধরে বসে থাকা থেকে বিরত থাকুন।

head

আপনার মস্তিষ্ককে কাজে লাগান – আপনার পছন্দের কোন অ্যাক্টিভিটি বা সামাজিক গ্রুপের মাধ্যমে।

drink

প্রতি সপ্তাহে ১৪ ইউনিটের বেশি অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন।

লিফলেট ২০২০ সালের নভেম্বর মাসে আপডেট করা হয়েছে
২০২২ সালের নভেম্বর মাসে পুনঃবীক্ষণ করা হবে

এখানে কিছু দরকারি যোগাযোগের তথ্য দেওয়া হল

Admiral Nurses ডিমেনশিয়া রোগী ও তাদের পরিবারদেরকে বাস্তবিক পরামর্শ, সহায়তা ও টিপস দিয়ে থাকে।
০৮০০ ৮৮৮ ৬৬৭৮

Alzheimer’s Society তথ্য, সাহায্য ও স্থানীয় সহায়তা গ্রুপের ব্যবস্থা করে থাকে। তাদের কাছে অনুবাদ সেবাও উপলব্ধ।

Alzheimer Scotland সহায়তা সেবা, তথ্য ও পরামর্শ দিয়ে থাকে তাদেরকে যারা স্কটল্যান্ডে থাকে।
০৮০৮ ৮০৮ ৩০০০

infoline-sidebar

Dementia Research Infoline

ডিমেনশিয়া গবেষণা ও অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্ন? আমাদেরকে কল করুন সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
০৩০০ ১১১ ৫১১১
infoline@alzheimersresearchuk.org

কলগুলো গোপনীয় রাখা হয় এবং এক্ষেত্রে অনুবাদ সেবাও উপলব্ধ।

কোথায় সাহায্য পাওয়া যাবে

Iযদি আপনার পরিচিত কারো ডিমেনশিয়া থেকে থাকে, তাহলে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে বলুন।

বলুন। চিকিৎসক নির্ণয় করে বলতে পারবে কী কারণে তাদের সমস্যাগুলো হচ্ছে। মাঝে মাঝে, দ্বিতীয় চিকিৎসকের কাছেও যেতে হতে পারে যিনি বলতে পারবেন যে রোগীর ডিমেনশিয়া হয়েছে কিনা। আপনার আত্মীয় বা বন্ধু অনুরোধ জানিয়ে থাকলে আপনিও তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন।

যদি চিকিৎসক এমন কিছু বলেন যা আপনার জানা নেই, তাহলে তাকে তা জিজ্ঞেস করুন এবং ব্যাখ্যা করতে বলুন।

ARUK - Clinic - 030
quick-guide-images

ডিমেনশিয়া রোগীর যত্ন

ডিমেনশিয়া রয়েছে এমন কারো যত্ন করার ফলে আপনার জীবনও নানাভাবে পরিবর্তিত হতে পারে। ডিমেনশিয়া দ্বারা প্রভাবিত সবার জন্যই সাহায্য রয়েছে, এমনকি রোগীর পরিবারের সদস্যদের জন্যও। এটা মনে রাখা জরুরি যে আপনি এক্ষেত্রে একা নন।

আপনার চিকিৎসক আপনার লোকালয়ে সাহায্য খুঁজে পেতে আপনাকে সাহায্য করতে পারবে। আপনি আপনার স্থানীয় সোশ্যাল সার্ভিস অফিসেও যোগাযোগ করে দেখতে পারেন যে তারা কীভাবে আপনাকে সাহায্য করতে পারে।